বান্দরবানের দূর্গম পাহাড়ে হেলিকপ্টারে ত্রাণ পৌঁছালো সেনাবাহিনী

বান্দরবানের বিভিন্ন দূর্গম পাহাড়ি এলাকায় সরকারি ত্রাণসামগ্রী পৌঁছাবার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র মানুষের খাদ্যাভাব মেটাতে বেসামরিক প্রশাসনের অনুরোধে এ ত্রাণ কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।

১৬ এপ্রিল সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আর্মি এভিয়েশন-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে রুমা ও থানচি উপজেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার ৭২০ কেজি ওজনের খাদ্যসামগ্রী পৌঁছানো হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, লবণ ও সাবান।

প্রত্যন্ত এলাকার ৩৬০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেবার এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান, মেজর ইফতেখারসহ সংশ্লিষ্ট এলাকার হেডম্যান ও কারবারীগণ।

এ ব্যাপারে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে কোন দূর্যোগ মোকাবেলা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদানসহ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন