করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৩টি দেশে গত ১৪ দিনের মধ্যে যারা ভ্রমণ করেছেন তাদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
বৃহষ্পতিবার এমন একটি আদেশ জারি করেছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা।
তবে আদেশটি কতদিন বহাল থাকবে তা স্পষ্ট করা হয়নি।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো ব্রাজিল, কুয়েত, বাহরাইন, আর্মেনিয়া, বসনিয়া হর্জেগোভিনা, চিলি, মেসিডোনিয়া, মালদোভা, ওমান, পানামা, পেরু, কুয়েত এবং ডোমিনিকান প্রজাতন্ত্র।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন এবং শেনজেনের বাইরের অন্য সব দেশ থেকে যারা ইতালি আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বহাল থাকবে।
গত সোমবার ঢাকা থেকে ইতালির রোমে ফেরা ৭৭ জনের শরীরে করোনা শনাক্তের পরই এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সকল ফ্লাইট স্থগিত করে ইতালি।