পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগানে খাগড়াছড়িতে মুক্ত জলাশয় থেকে বর্জ্য অপসারণ করেছে বিডি ক্লিন নামে সামাজিক একটি সংগঠন। শনিবার দুপুরে বাজার পুকুর থেকে পলিথিন, প্লাস্টিক বোতল ও ময়লা আবর্জনা অপসারণ করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
এ সময় খাগড়াছড়ি বাজারের বিভিন্ন সড়কে জমা থাকা ময়লা আবর্জনা পরিস্কারের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে ব্যবসায়ী ও পথচারীদের আহবান জানানো হয়। বিডি ক্লিন খাগড়াছড়ি শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্ত জলাশয় ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো.ফরিদুল আলম, হালকা মটরযান মালিক সমিতির সাধারন সম্পাদক মো:শাহ আলম, বিডি ক্লিন খাগড়াছড়ি সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন কায়েশ,সহ-সমন্বয়ক মো. জাহিদ হাসান,উপ-সমন্বয়ক লজিস্টিক মাহফুজা আক্তারসহ বিভিন্ন উপজেলার সংগঠনটির নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।