নীলফামারীতে প্রতিদিন লাগাহমহীনভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। একদিনে ৪১ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০০ জন।
সিভিল সার্জন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে ৩ ও ৪ জুন প্রেরিত নমুনায় ২৯ জন আক্রান্ত। এছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট হতে ৫ ও ৬ জুন প্রেরিত নমুনায় ১২ জন আক্রান্ত বলে জানা যায়। তাতে মোট আক্রান্ত ৪১ জন।
ঢাকা থেকে প্রেরিত তথ্যের ২৯ জন আক্রান্তের মধ্যে নীলফামারী সদরে ৮, জলঢাকা উপজেলায় ১৯ ও সৈয়দপুর উপজেলায় ২জন।
দিনাজপুর থেকে প্রেরিত ১২ জন আক্রান্তের মধ্যে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ি গ্রামে ৫, পশ্চিম ছাতনাই ইউনিয়নে ২,পুর্ব ছাতনাই ইউনিয়নে ১,ও বালাপাড়া ইউনিয়নের ১ জন সহ ৯ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ মতে ছয় উপজেলার করোনা শনাক্তদের মধ্যে নীলফামারী সদরে ৬৮, জলঢাকা উপজেলায় ৩৬, সৈয়দপুর উপজেলায় ২৯, নীলফামারীর ডিমলা উপজেলায় ২৬, ডোমার উপজেলায় ২৩ ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৫ জন।
এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬৯জন। আইসোলেশনে চিকিৎসাধীন ১২৭জন ও মৃত্যুবরণ করেন ৪ জন।