প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মুনিরাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিরাজুম মুনিরা বেরোবির বাংলা বিভাগের প্রভাষক।
গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জুন বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর সন্তান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে ব্যাঙ্গ করে ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান। তিনি বলেন, ‘যেহেতু তিনি মামলায় গ্রেফতার হয়ে আছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।’
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সিরাজুম মুনিরার বিরুদ্ধে আইসিটি আইনের মামলা করা হয়। সে মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।