দ্বিগুণ হল ট্যুইটারের ডিসপ্লে নেমের অক্ষর সীমা

সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের অক্ষর সীমা দ্বিগুণ করে দেওয়া হয়। আর এবার ‘ডিসপ্লে নেম’-এর অক্ষর সংখ্যাও দ্বিগুণের বেশি করে দেওয়া হল।
অক্ষর সীমা বেড়ে যাওয়ার ফলে এবার থেকে ট্যুইটার ব্যবহারকারীরা ১৪০ শব্দের সীমানা ছাড়িয়ে ২৮০ শব্দে মনের ভাব প্রকাশ করতে পারবেন। পাশাপাশি, ডিসপ্লে নেম-এর অক্ষর সীমা বেড়ে যাওয়ায় এবার থেকে ৫০ শব্দ খরচ করার ছাড়পত্র পাওয়া গেল।

ট্যুইটারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, বহুদিন ধরেই ট্যুইটারের ডিসপ্লে নেম-এ ২০ শব্দের মধ্যে লিখতে হত নাম। ফলে, বহুক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতেন ট্যুইটার ব্যবহারকারীরা। তাঁরা অক্ষর সংখ্যা বাড়ানোর আবেদনও জানাচ্ছিলেন। ব্যবহারকারীদের সেই আবেদন সাড়া দিয়েই অবশেষে মঞ্জুর হল এই দাবি। ফলে, এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা ট্যুইটার অ্যাপের প্রোফাইল সেটিংসে গিয়ে ডিসপ্লে নেম বদলে নিতে পারবেন।

টুইটারের এই নতুন পরিষেবার জন্য ব্যবহারকারীদের কোনও আপডেট করার প্রয়োজন নেই। কেবলমাত্র সেটিংসটা বদলে নিলেই চলবে।

শেয়ার করুন