তাহিরপুরে অবৈধ গরুর বাজার বসিয়েছে প্রভাবশালীরা, রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ও সরকারের রাজস্ব ফাকিঁ দিয়ে দু’টি অবৈধ গরুর বাজার বসিয়েছে প্রভাবশালী মহল। এতে তারা আর্থিক ভাবে লাভবান হলেও ক্ষতিগ্রস্থ হবে বৈধ ইজারাদাররা। এতে ইজারাদারদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর ও জনতা বাজারে সরকারি কোনো অনুমতি না নিয়েই প্রভাবশালী ওই মহল গরুর বাজার বসিয়েছে। গত দু’দিন ধরে বেশ জমজমাট বেচাকেনাও চলছে। এর কাছেই বাদাঘাটে বৈধ গরুর বাজার থাকলেও অস্থায়ী এই দু’টি বাজারের কারণে বাদাঘাটের বিক্রেতারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

বাদাঘাট বাজারের ইজারাদার হুমায়ুন কবির ক্ষোভের সাথে জানান, বাদাঘাট বাজারটি আমরা সরকারিভাবে সকল নিয়ম মেনে ইজারা নিয়েছি। এখন যদি এই বাজারের এক কিলোমিটারের মধ্যে আরো দু’টি বাজার বসায় তাহলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হব। আমি এই বিষয়ে দ্রুত সমাধান চেয়ে লিখিত ভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছি।

এই দুটি বাজার গরুর হাট বসানোর সাথে জড়িত সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায় নি।

এই বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ জানান, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, আমার জানামতে এই দু’টি বাজার ইজারা দেওয়া হয় নি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য বলছি।

শেয়ার করুন