টিকা নিয়ে অভিনব প্রতারণার ফাঁদ

দীর্ঘ অপেক্ষার পর দেশে এসেছে করোনার টিকা। শুরু হয়ে গিয়েছে টিকা প্রদান কর্মসূচীও। টিকা প্রদানের জন্য প্রথমত অ্যাপে নিবন্ধন করতে হয়। আর এরই সুযোগে একদল প্রতারক পেতেছে প্রতারণার ফাঁদ। করোনার টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করে দেয়া হবে, টেলিফোনে এমন প্রস্তাব রেখে মানুষকে অভিনব প্রতারণায় ফেলছে একটি চক্র। অভিযোগ উঠেছে, টিকা রেজিস্ট্রেশনে সহায়তার কথা বলে মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হচ্ছে, অনেকের মোবাইল ওয়ালেটের টাকা গায়েব করে দেয়া হয়েছে।

ঢাকার সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের কাছে এ নিয়ে কয়েকটি অভিযোগ এসেছে বলে সংস্থাটির প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশের সাইবার অপরাধ বিভাগ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

করোনার টিকা নিবন্ধনের জন্য গ্রাহকের নাম, বয়স, ফোন নম্বর, ঠিকানা, ভোটার আইডি কার্ডের নম্বর ইত্যাদির প্রয়োজন হয়। প্রতারক চক্র এভাবে ফোন করে টিকা নিবন্ধনের কথা বলে গ্রাহকদের নাম, ভোটার আইডি কার্ডের নম্বর চেয়ে থাকে। তারপর তারা বলে, ‘আপনার ফোনে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটা বললে নাম নিবন্ধন হয়ে যাবে। আর শিগগিরই টিকার তারিখ পেয়ে যাবেন।’ যখনই গ্রাহক তাদের কথামতো ওটিপি বলে দেন, তখনই তাদের মোবাইল ওয়ালেট যেমন বিকাশ, নগদ, বা রকেটের অ্যাকাউন্টে রাখা টাকা গায়েব হয়ে যেতে পারে।

কিন্তু এখন থেকেই নিজেকে সাবধান রাখার পাশাপাশি, পরিচিত সবাইকে সতর্ক করার পরামর্শ দিচ্ছে পুলিশ। 

সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন, টেলিফোনে অপরিচিত কারও সঙ্গে নিজের ভোটার আইডি কার্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য কিংবা ওটিপি শেয়ার করা যাবে না।

শেয়ার করুন