চিকিৎসা দিলে পুরষ্কার, অনুপস্থিত থাকলে শাস্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো।

বর্তমান পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা নেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের পুরষ্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও ঘোষণা দেন তিনি।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা জানান। মঙ্গলবার সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

তিনি জানান, স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবি, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার জন্যে বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্ব পালনকালে কেউ করোনায় আক্রান্ত হলে সরকার তাদের চিকিৎসার দায়িত্ব নেবে এবং ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে বীমা পাঁচ গুণ বাড়ানো হতে পারে।

কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের ব্যাপারে তিনি বলেন, যারা পালিয়ে আছেন, তারা এই প্রণোদনা পাবেন না। ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবেন কিনা, সে চিন্তাও করতে হবে। প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার ও নার্স আনা হবে।

যারা খাদ্য বা সাহায্যের জন্য হাত পাততে পারেন না, তাদের তালিকা তৈরি করে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেবার আহবান জানান তিনি।

শেয়ার করুন