চীন-ভারত সমঝোতা বৈঠকের পর লাদাখের গালওয়ানে এখনও ঘাঁটি তৈরি করছে চীন। স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, গালওয়ান থেকে চীন নিজেদের বাহিনী পিছিয়ে নিচ্ছে না। বরং সেখানে রীতিমতো বিশাল ঘাঁটি তৈরি করা শুরু করে দিয়েছে তারা।
এর আগে লাদাখে নিয়ন্ত্রণরেখা থেকে ভারত-চীন উভয় দেশই সেনা সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তার আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন ভারত-চীন সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হন। আহত হন ৭৬ সেনা সদস্য।