রোগীর স্বজনদের হামলায় ডা. রকিব হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। বুধবার বিকেলে এক মানববন্ধন ও সভার মাধ্যমে বিএমএ তাদের এ সিদ্ধান্ত জানায়।
সভায় জানানো হয়, সব আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তবে চালু থাকবে খুলনা মেডিকেলের জরুরি সেবা ও করোনা হাসপাতাল।
খুলনায় রাইসা ক্লিনিকে নবজাতক জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু হয়। আর তাতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্বজনরা। চিকিৎসক ও ক্লিনিক মালিক ডা. রকিব উদ্দিনের ওপর চালানো হয় হামলা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ হত্যার ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ডা. রকিবের ভাই সাইফুল ইসলাম। এরমধ্যে গ্রেপ্তার করা হয় আবদুর রহিম নামে এক আসামিকে। বাকি আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামেন চিকিৎসকরা।