তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। এরই মধ্যে হত্যার সময়কার অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে। তবে রেকর্ড শুনতে অনিচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা ফক্স নিউজকে রবিবার ট্রাম্প বলেন, আমার ওই রেকর্ড শোনার কোন কারণ নেই। তবে খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যে তুরস্ক যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করেছে সেটি নিশ্চিত করেন তিনি।
এ সময় তিনি বলেন, আমি ওই অডিও রেকর্ড শুনতে চাই না। ওই অডিও রেকর্ড আমার শোনার কোন কারণ দেখছি না। এর কারণ হিসেবে তিনি বলেন রেকর্ডটি অনেক যন্ত্রণাদায়ক ও ভয়াবহ এক হত্যাকাণ্ডের।
ট্রাম্প আরও বলেন, খাশোগি হত্যাকাণ্ড খুবই হিংস্র, বিদ্বেষপূর্ণ এবং ভয়ঙ্কর।