বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘আমরা করোনা ভাইরাসের সমাপ্তি চাই। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে, এটা এতো সহজে শেষ হচ্ছে না। এটি আসলে শেষ হওয়ার ধারেকাছেও নেই। কিছু দেশ কিছুটা উন্নতি করলেও বিশ্বজুড়ে মহামারিটি দ্রুতগতি পেয়েছে।’ গতকাল সোমবার তিনি এ কথা বলেন। খবর: এএফপি।
ইতিমধ্যে করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হচ্ছে, এ মহামারি শেষ হওয়ার ধারেকাছেও নেই।
বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হওয়ার সংখ্যা এক কোটি পার হয়ে গেছে। কয়েকটি দেশ আবার নতুন করে লকডাউন পদক্ষেপ নেওয়ায় অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে।