বিশ্বে আবার বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ লাখের বেশি মানুষ এবং প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে ৫ হাজার।
এদিকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর শিকার হয়েছে প্রায় ৫ লাখ ৪৬ হাজার মানুষ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১৩শর বেশি প্রাণহানি হয়েছে সেখানে। এ নিয়ে সেখানে মোট মৃত্যু প্রায় ৬৭ হাজার।
যুক্তরাষ্ট্রে কয়েক দিন মৃত্যুহার কিছুটা কমেছিল। কিন্তু আবার হাজারের কাছাকাছিতে দাঁড়িয়েছে এই সংখ্যা। ২৪ ঘণ্টায় আরও অর্ধ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
মেক্সিকোতে এক দিনের ব্যবধানে প্রাণ গেছে আরও ৪৮০ জনের।
ভারতে মৃত্যু ২০ হাজার ছাড়ালো। এক দিনে ভারতে মৃত্যু হয়েছে ৪৭৯ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫৩ জনে। ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জন।
ইরানে এক দিনে ২০০ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয়েছিল।
দিনে রেকর্ড ২০০ মানুষের মৃত্যু হয়েছে ইরানে।
মহামারি পরিস্থিতিতে আগামী জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া।
ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ২২ শতাংশের উপসর্গ আছে। বাকিদের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিকস জানিয়েছে। দেশটিতে গত পাঁচ বছরের গড় মৃত্যুর চেয়ে এ বছর ৫৯ হাজার বেশি মারা গেছে বলে এই অফিস জানায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অনেক কেয়ার হোমই যথাযথ নিয়ম মেনে চলেনি। আর সমাজে কেয়ার হোমের সংস্কার প্রয়োজন বলে দাবি করেন ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রদান। কমিউনিটি ইন্টিগ্রেটেড কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যাডামস বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য কাপুরুষোচিত।
নিউজিল্যান্ড কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের একটা অংশকে দেশে প্রবেশে বাধা দিচ্ছে। বিভিন্ন দেশে নিউজিল্যান্ডের নাগরিক যারা থাকেন তারা সেসব দেশ থেকে নিউজিল্যান্ডে ঢোকার চেষ্টা করলে গতকাল থেকে আরও তিন সপ্তাহের মধ্যে সেটা করতে পারবেন না।
বিবিসি ও এনডিটিভি।