করোনার টিকার জন্য বাংলাদেশকে আর্থিক অনুদান দেবে এডিবি

জরুরি ভিত্তিতে করোনার টিকাসহ চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশকে ২৫ কোটি ৫০ লাখ টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। মনমোহন প্রকাশ বলেন, ‘আমরা এ অনুদান দিতে পেরে খুবই আনন্দিত। অনুদান দিয়ে করোনার টিকা কেনা হবে, যার এখনও উন্নয়ন চলছে। বাংলাদেশ সরকার চাইছে দেশের জনগণের জন্য শুরুতেই এ টিকা পেতে। বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। ফলে অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চলছে।’

উল্লেখ্য, বাংলাদেশে করোনা সঙ্কট মোকাবিলায় এ পর্যন্ত ৬০ কোটি ৩৫ লাখ ডলারের বেশি দিয়েছে এডিবি। এর মধ্যে গত ৭ মে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নানা ধরনের ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেয়া হয়েছে।

শেয়ার করুন