নেপালে চলমান ১৩তম সাউথ এশিয়ান গেমস (এস.এ. গেমস)-এ অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় কারাতে দল। ২৩ জন খেলোয়াড় এবং ৫ জন কর্মকর্তার এই দলটি শুক্রবার বিকেলে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।
বাংলাদেশ জাতীয় দলের ২৩ জন কারাতে খেলোয়াড় আগামী ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নেপালে বিভিন্ন ইভেন্টে খেলবেন।
সফরকারী দলটির মধ্যে রয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লাসহ ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে আগামী ৫ ডিসেম্বর তারা দেশে ফিরবেন।