মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে মালয়েশিয়া-জাপান বিষয়ক এক ব্যবসায়িক কনফারেন্সে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার রিপোর্টে বলা হয়েছে, বিগত সরকারের আমলে বিদেশি শ্রমিক নিয়োগ বা বিদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে চরম দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তবে এ সময় তিনি নির্দিষ্ট করে কোন দেশের নাম উল্লেখ করেননি।
বিষয়টির দিকে ইঙ্গিত করে মাহাথির মোহাম্মদ বলেন, বিদেশি শ্রমিকদের জন্য এখন আমাদের দেশে যথাযথ নিয়ম-কানুন বা আইন রয়েছে। কোন শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, ‘বেচাকেনা’ অথবা পাচারসহ যে কোন অনিয়ম হলে আমরা তা কোনভাবেই মেনে নেব না।