২০২২ সালে প্রথম মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান৷ চীনের সাহায্যে ২০২২ সালে প্রথমবার কোন পাকিস্তানি মহাকাশে যাবেন৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম চীন সফরের আগেই পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেন৷
সূত্রের খবর, চার বছরের মধ্যেই সেই প্রস্তুতি পর্ব সমাপ্ত করে ২০২২ সালে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে পাকিস্তান৷ চীনা সংস্থার সঙ্গে পাকিস্তানের আগেই একটি চুক্তি হয়ে গেছে এই বিষয়ে৷ এর আগে চলতি বছরের প্রথমদিকে চীনের সাহায্যে পাকিস্তান দুটি উপগ্রহ পৃথিবীর কক্ষে পাঠিয়েছিল৷ যদিও সেই দু’টি উপগ্রহের নির্মাণ হয় পাকিস্তানেই৷ ২০০৩ সালে চিন প্রথমবার মহাকাশে যাত্রী পাঠিয়েছিল৷
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ৩ নভেম্বর চীন সফরের জন্য রওনা দেবেন৷ এবং প্রেসিডেন্ট জি জিংপিং’র সঙ্গে বৈঠকে বসবেন৷ এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির স্বাধীনতা দিবসের দিনেই ঘোষণা করেন ২০২২ সালের মধ্যে মহাকাশে যাত্রী পাঠাবে ভারত৷ তাই পাকিস্তানের এই সিদ্ধান্ততে প্রশ্ন ভারতের সঙ্গে প্রতিযোগিতা কথা উঠে আসছে।