প্রচ্ছদ বাংলাদেশ পিবিআই’র গাড়ি দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

পিবিআই’র গাড়ি দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে পিবিআই’র গাড়ি দুর্ঘটনায় তিন নারী পোশাক শ্রমিক নিহত হন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে তিন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরো পাঁচজন। তাদেরকে কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩ জুন সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চান্দুল এলাকার ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গজপুর গ্রামের আনা মিয়ার মেয়ে কাজল আক্তার (২৫), একই উপজেলার লালবাগ মধ্যম পাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে তানজিনা আক্তার (৩২) ও সাতবাড়িয়া গ্রামের খোকন মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৩৫) মারা যান।

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মঞ্জুরুল হক জানান, ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ঢাকা যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে চান্দুল এলাকায় তাঁকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৮ জন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিন নারী শ্রমিকের মৃত্যু হয়। 

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়িতে ছিলেন ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোঃ শাহ আলম ও অন্য কর্মকর্তারা। নুসরাত হত্যা মামলাটির তদারকি করছেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

দুর্ঘটনার বিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলম বলেন, ‘ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছেলেন। মহাসড়কের মিয়ার বাজার এলাকায় আমাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিয়ে খাদে পড়ে যায়।’ 

এ ঘটনায় তিনজনের মৃত্যু হলেও পিবিআই কর্মকর্তারা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন