‘খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন হতে দেয়া হবে না’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা।
তারা বলছেন, সরকার খালেদা জিয়াকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে তার ন্যূনতম প্রাপ্যটুকুও দেয়া হচ্ছে না। সরকার ইচ্ছাকৃতভাবে সবকিছু থেকে, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে।
সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতীক অনশনে অংশ নিয়ে নেতারা এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল সোয়া ৪টায় এই প্রতীক অনশন শেষ হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। অনেক দিন পর খোলা জায়গায় রাজধানীতে কর্মসূচি পালন করল বিএনপি। সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ৮টার পর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা নাট্যমঞ্চে এসে জড়ো হয়। পরে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বিএনপি জোটের শরিক দলগুলোর নেতারাও বক্তব্য দেন।
শেয়ার করুন