এবারের সড়কপথে ঈদযাত্রা ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক যাত্রা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা মানুষের যে দুর্ভোগ ছিল, তার অবসান হয়েছে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে সাড়ে তিন থেকে চার ঘণ্টায় যাওয়া যায়। গাজীপুর থেকে ময়মনসিংহ ও উত্তর জনপদের জেলাগুলোর দিকে যে যাত্রা, এবারের যাত্রা ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক যাত্রা, যা আমরা জনগণকে উপহার দিতে পেরেছি।
মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের সাইড অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’টি উড়াল সেতু, কয়েকটি ওভারপাস, কাঁচপুর, মেঘনা ও গোমতিসহ অনেকগুলো সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করেছেন। এটা দেশবাসী উপলদ্ধি করছে। সড়ক নিয়ে কারও কোনো অভিযোগ নেই। এবার সড়কের যাত্রা স্বস্তিদায়ক।
তিনি বলেন, টাঙ্গাইলে দুর্ঘটনা ও রংসাইডে গাড়ি চালানোর জন্য কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আশা করছি, ঘরমুখো মানুষ পরিবারের সঙ্গে ঈদ করার জন্য স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবে। এ বিষয়টি বিশেষভাবে নজর দিয়েছি।