মরুভূমির গানের দল

ঢাকার লোকসংগীত উৎসবে এবার সংগীত পরিবেশন করবে উত্তর মালির গানের দল তিনারিওয়েন। মরুভূমির দল তিনারিওয়েনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আগ আলহাবিব।

শৈশবে সিনেমায় দেখেছিলেন কাউবয় হ্যাট পরা এক গিটারবাদককে। এরপর টিনের পাত্র ও সাইকেলের ব্রেকের তার দিয়ে নিজেই বানান একটি গিটার। স্থানীয় লোকসংগীত ও আরবের আধুনিক পপঘরানার গান করতে শুরু করেন ইব্রাহিম। পরে ১৯৭৯ সালে আলজেরিয়ার তামানরাসেটে যাত্রা শুরু হয় তিনারিওয়েনের।

২০০১ সালে প্রকাশিত দ্য রেডিও তিসদাস অ্যালবাম, মালিতে ফেস্টিভ্যাল অব ডেজার্ট ও ডেনমার্কের রো’জিল্ড উৎসবের মধ্য দিয়ে দলটির পরিচিতি ছড়িয়ে পড়ে সাহারা অঞ্চলের বাইরে। ২০০৭ সালে তাদের আমান ইমান: ওয়াটার ইজ লাইফ অ্যালবামটি আন্তর্জাতিকভাবে দলের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। ২০১২ সালে ‘বেস্ট ওয়ার্ল্ড মিউজিক’ বিভাগে তিনারিওয়েন জয় করে নেয় সংগীতের সব থেকে সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’।
লোকসংগীত ছাড়াও ব্লুজ, রক ও ওয়ার্ল্ড মিউজিক ক্যাটাগরির গান করে দলটি। ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের তৃতীয় রাতে থাকবে দলটির পরিবেশনা।

শেয়ার করুন