আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শর্তসাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরে যাবে।
করোনা মহামারীর মধ্যে গত ১ জুন থেকে সীমিত পরিসরে গণপরিবহন সেবা চালু হয়। করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস, মিনিবাসসহ অন্যান্য পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে কম যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেয় সরকার। আর বাস মালিকদের ক্ষতি পোষাতে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে নেওয়ার কথা বলা হয়।
অভিযোগ ওঠে, বেশিরভাগ গণপরিবহনেই স্বাস্থ্যবিধি মানা হয়না। অথচ, আগের চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। রাজধানীসহ সারা দেশে একই অবস্থা। এতে এক রকম জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা।