মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভরা হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে দুটি বিল পাস করেছেন। সমর্থন দেওয়ার পাশাপাশি তারা মানবাধিকারের বিষয়ে চীনকে সতর্কবার্তা পাঠিয়েছে।
এই বিল দুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে। তিনি সই করবেন বলে দেশটির একাধিক গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে।
গণতন্ত্রের দাবিতে হংকংয়ে এখন চীনবিরোধী আন্দোলন চলছে। সেপ্টেম্বর পর্যন্ত দেশটি রীতিমতো উত্তাল ছিল। এখনো প্রায় একই অবস্থা।
১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও সফল হয়নি তারা।
চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক সেই আদিকাল থেকে ‘খারাপ’। ট্রাম্পের আমলে অবস্থা আরও শোচনীয়। বাণিজ্যযুদ্ধে কেউ কাউকে ছাড়ছে না।
এই অবস্থায় নতুন বিল দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।