স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সদ্য পদত্যাগকারী আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন অধিদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আবুল কালাম আজাদের আবেদনের প্রেক্ষিতে সরকারের সাথে তার করা চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো।
আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। ওইদিন থেকেই তার নিয়োগ বাতিল করা হয়েছে। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক পদে থাকা আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিঞাকে।