পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির ১১তম সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে। ১১৭ আসনে জয়ী এ দলের প্রধান ইমরান খানই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগেই শপথ নিতে চান।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। এর আগেই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান।
২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমরানের দল সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হলেও এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। অন্য রাজনৈতিক দলগুলো ফলাফল বর্জন করলেও ম্যাজিক ফিগার ১৩৭ আসনের জন্য অপর রাজনৈতিক দল ও নিরপেক্ষ পার্লামেন্ট সদস্যদের নিয়ে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইমরান। ছোট দলগুলোর কাছে ধরনা দিতে হচ্ছে পিটিআইকে। পিটিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, যে কয়েকটি আসন বাকি আছে, তা পূরণ করতে অন্য দলগুলোর সঙ্গে তাদের আলোচনা প্রায় শেষ। তার ভাষায়, আমরা হোমওয়ার্ক শেষ করেছি।