সুনামগঞ্জ সীমান্তের বিশ্বম্ভরপুর উপজেলায় ও সদর উপজেলার সীমান্তে ভারতীয় স্যুট, প্যান্টের কাপড়সহ মদের চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি।
বিজিবি সুত্রে জানা গেছে, ২৩ অক্টোবর নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৩/৮-এস এর নিকট ২ শত গজ বাংলাদেশের সীমানার ভেতরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা নামক এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদের চালান আটক করেছে। যার মূল্য ৭২ হাজার টাকা।
অপরদিকে চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/১-এস এর নিকট আনুমানিক ২ শত গজ বাংলাদেশে ভেতরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাপনা নামক এরিয়া হতে ১ শ’ ৪০ মিটার ভারতীয় স্যুট ও প্যান্টের কাপড় আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক মোঃ মেসবাহ উদ্দিন রাসেল জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং স্যুট/প্যান্টের কাপড় শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।