সিরিয়ায় মসজিদের কাছে বোমা হামলায় একজন নিহত

সিরিয়ায় মসজিদের পাশে বোমা হামলা। ছবি: সংগৃহীত

Deprecated: Hook authorship/author/guest/before_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114

Deprecated: Hook authorship/author/guest/after_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114
ডেস্ক রিপোর্ট

সিরিয়ায় রাজধানী দামেস্কে একটি মসজিদের কাছে শনিবার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মসজিদটির নাম আনাস বিন মালিক। সেটি রাজধানী দামেস্কের নাহার আয়শা এলাকার অবস্থিত। এ মসজিদে বিভিন্ন সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদও নামাজ পড়ে থাকেন। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এদিকে আজ রবিবার দেশটিতে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে। সিরিয়াবাসী নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংসদ গঠন করতে যাচ্ছে।

সিরিয়ায় ২০১৬ সালে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে প্রেসিডেন্ট আসাদের বাথ পার্টি এবং তার মিত্ররা ২৫০ আসনের সংসদের বেশিরভাগ আসনে বিজয়ী হয়।
ইরান প্রেস।

শেয়ার করুন