সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মঙ্গলবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী

সচিবালয়ে বক্তব্য রাখছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের ৬৪ জেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামছে সেনাবাহিনী। জেলা ম্যাজিষ্ট্রেট (জেলা প্রশাসক) এর তত্ত্বাবধানে মঙ্গলবার বিকেল থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার বিকেলে সচিবালয়ে তিনি জানান, করোনা সংকট মোকাবেলায় সরকার ১০টি নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব জেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে জেলা ম্যাজিষ্ট্রেটরা সেনাবাহিনীর সহায়তায় কাজ শুরু করবেন। সেনাবাহিনী জেলা ম্যাজিষ্ট্রেটদের সাথে সমন্বয় রেখে কাজ করবে।

বৈঠকটিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব উপস্থিত ছিলেন। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে বলে সেখানে জানানো হয়।

শেয়ার করুন