বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ১৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুস ও কিডনী জটিলতায় ভুগছিলেন তিনি। সেখানে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় এবং শুক্রবার সকালে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
৮৬ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিকের ফুসফুস, কিডনীর জটিলতার সাথে ডায়াবেটিসও রয়েছে।
তাঁর পুরো নাম আবু নাইম মোঃ মোস্তফা কামাল খান লোহানী। তিনি বাংলাদেশ বেতারের পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তিনি এক সময় ছায়ানটের সাধারণ সম্পাদকও ছিলেন।
দৈনিক মিল্লাত থেকে সাংবাদিকতা শুরু করে পর্যায়ক্রমে আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।