ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বান্দরবানের আয়োজনে শিশু অধিকার বাস্তবায়নে জেলা পর্যায়ে সকল দায়িত্ববাহকদের সাথে পাবলিক একাউন্টিবিলিটি সেশন-২০১৭অনুিষ্টত হয়েছে।
শুক্রবার বান্দরবান জেলা প্রশাসশকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) বান্দরবানের সভাপতি ইয়াছিনুল হাকিম চেীধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
পাবলিক একাউন্টিবিলিটি সেশনে অন্যান্যদের মধ্যে আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, প্রেস ক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী,বাংলাদেশ টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি ও শিশু প্লাটফরম কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনু,উপজেলা শিক্ষা অফিসার রবিন্দ্রনাথ সাহা,পৌরসভার মহিলা কাউন্সিলর ছালেহা বেগমসহ স্থানীয় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
পাবলিক একাউন্টিবিলিট সেশন ২০১৭ এর শিশুরা বান্দরবানে বিভিন্ন এলাকার ,স্বাস্থ্য,শিক্ষা,বিনোদন,যোগাযোগ,স্যানিটেশন,নিরাপদ পানি,জলবদ্ধতা,ইভটিজিংবন্ধ,শিশুবিবাহ প্রতিরোধ,প্রাইভেট কোচিংসহ শিশুদের নানা মুখি সমস্যা নিয়ে জেলা প্রশাসক ও স্থানীয় বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রশ্ন উপস্থাপন করেন ন্যাশনাল চিলড্রেন’স টাষ্কফোর্স ( এনসিটিএফ) এর বান্দরবান জেলা কমিটির শিশুরা।
এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকমর্তাগণ শিশুদের প্রশ্নের গঠনমূলক উত্তর দেন এবং সমস্যা নিরসনের আশ্বস্থ করেন।
পাবলিক একাউন্টিবিলিটি সেশনে অতিথিরা বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ,তাই শিশুদের সকল সমস্যা সমাধানের আমরা সচেতন।