লেবাননে অস্ত্র তৈরির সরঞ্জাম পাঠানোর খবর ডাহা মিথ্যা: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, লেবাননে অস্ত্র তৈরির সরঞ্জাম পাঠানোর খবর ডাহা মিথ্যা। ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেই এ ধরণের মিথ্যা খবর প্রচার করা হচ্ছে বলে তিনি জানান। মার্কিন টিভি চ্যানল ‘ফক্স নিউজ’ দাবি করেছে, ইরান লেবাননে অস্ত্র তৈরির সরঞ্জাম পাঠিয়েছে।

আজ (মঙ্গলবার) ইরানের আরবি টিভি চ্যানেল ‘আল-আলম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরাম কাসেমি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে অপপ্রচার বাড়ানো হয়েছে। এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ তীব্রতর হওয়ার প্রমাণ।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছিল, ইরাকে নিজের ঘনিষ্ঠ সংগঠনের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। ওই দাবিকে মূল্যহীন ও হাস্যকর দাবি বলে ঘোষণা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এরপর ইরাকের সরকারও আনুষ্ঠানিকভাবে ওই খবরের সত্যতা অস্বীকার করেছে।

সিরিয়া ও ইরাকে ব্যর্থ হয়ে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল এখন ইরানের বিরুদ্ধে সর্বাত্মক চাপ বাড়ানোর অপকৌশল চালাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা বারবারই বলছেন, শত্রুরা সফল হতে পারবে না।#

শেয়ার করুন