বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে রেড জোন ঘোষনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত এসব রেড জোন এলাকায় সকল প্রকার গণ-জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণকে আবশ্যিকভাবে নিজ নিজ বসতঘরে অবস্থান করতে বলা হয়েছে।
ব্যক্তিগত এবং গণ-পবিহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া র্পযন্ত। তবে নিত্যপণ্য বহণকারী যানবাহন রাত ৮ টা থেকে সকাল ৮ টা র্পযন্ত চলাচল করতে পারবে।
সাপ্তহিক হাট-বাজারের দিন কাঁচা ও মুদি দোকান স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা র্পযন্ত খোলা রাখা যাবে।
এ ছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে রেডজোন এলাকায়। তবে ঔষধের দোকান খোলা থাকবে।
স্বাস্থ্যসেবা দানকারী সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে এবং নিয়োজিত ব্যক্তিগণ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।