সরকার ঘোষিত ‘লকডাউন’ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ৬ মে থেকে মহানগর ও জেলা শহরগুলোতে গণপরিবহন চলবে। আন্তঃজেলা বাস সার্ভিস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন।
এছাড়া বাড়ি যাওয়া ঠেকাতে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি কেবল তিন দিন দিতে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
দোকান ও শপিংমলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পুলিশ ও স্থানীয় প্রশাসন তদারকি করবে। এর ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।