রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলার ছবি। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি এই হামলা চালায়েছে বলে জানা গেছে। তারা সম্প্রতি ঘোষণা দিয়েছিলো সৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়ো ধরণের হামলা চালাবে।

এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘রিয়াদে দুটি বিকট শব্দের বিস্ফোরণ শুনতে পাই। এরপর শহর জুড়ে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।’

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার জানিয়েছে, বেসামরিক লোককে টার্গেট করে সৌদি আরবের দিকে ছোঁড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তারা ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি রিয়াদে নিক্ষেপ করা হয়েছিলো।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, একটি সামরিক ঘাঁটি ও গোয়েন্দা সংস্থা এবং তিনটি শহরকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।’

তিনি জানান, ইয়েমেনে সৌদি আরবের অভিযান বন্ধ করা না হলে এই হামলা চলতে থাকবে।

করোনা মহামারির কারণে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যার মেয়াদ গত মাসে শেষ হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথি।

শেয়ার করুন