মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতাবিরোধী পাকিস্তানি হানাদার বাহিনী, জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামসের তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এ কমিটিতে শাজাহান খানকে আহ্বায়ক করা হয়েছে।
৯ আগষ্ট রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি শীঘ্রই সারা দেশে কাজ শুরু করবে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, এবি তাজুল ইসলাম এবং মোছলেম উদ্দিন আহম্মদ।