ভদন্ত সুমঙ্গল স্থবিরের ‘মহাস্থবির’ অভিধা বরণ উৎসব উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতি ধাতুচৈত্য বিহারে বৌদ্ধ মহাসম্মেলন চলছে। ২১ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই মহাসম্মেলনের বিভিন্ন পর্বে ড. হাছান মাহমুদ এম.পি, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোঃ শাহজাহান সিকদার, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ বিশিষ্টজনেরা অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, সমাপনী পর্বের উদ্বোধন করবেন ধর্মসেনাপতি সংঘবন্ধু অজিতানন্দ মহাথের। সভাপতিত্ব করবেন উনাইনপুরা লংকারাম বিহারের অধ্যক্ষ ড. ধর্মসেন মহাথের। প্রধান ধর্মালোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি মহাস্থবির।
ইছামতি ধাতুচৈত্য বিহারের ৬৩তম মহাসম্মেলনে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নিচ্ছেন।