এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন খোদ যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাডিন ডরিয়েস। আক্রান্ত হবার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে অবহিত করেন।
বিবিসি জানায়, ডরিয়েস যুক্তরাজ্যের প্রথম কোনো এমপি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এর মধ্যেই দেশটিতে করোনাভাইরাসের আক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৪শ’ মানুষ।
ডরিয়েস জানান, করোনা ধরা পড়ার পর তিনি সব ধরনের পূর্বসতর্কতামূলক ডাক্তারি পরামর্শ মেনে চলছেন এবং নিজের বাড়িতে বিচ্ছিন্ন অবস্থায় (সেলফ-আইসোলেশন) আছেন।
এদিকে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাস আক্রান্ত পরীক্ষা করার সক্ষমতা বাড়িয়ে চলছে তারা। দিনে ১০ হাজার লোককে পরীক্ষা করতে পারবেন তারা। বর্তমানে দিনে দেড় হাজার লোককে পরীক্ষা করা সম্ভব হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার জন। ইতোমধ্যে সেরে উঠেছে ৬৪ হাজার করোনা আক্রান্ত ব্যক্তি।