মোবাইল ফোনে কথা বলার ওপর করের বোঝা আরো বাড়ছে নতুন বাজেটে। বাংলাদেশে এখন মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার সঙ্গে ১ শতাংশ সারচার্জসহ মোট করের পরিমাণ প্রায় ২২ শতাংশ।
তবে এবারের বাজেটে কথা বলার ওপর ‘অতিরিক্ত’ ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে বলে জানা গেছে। এই সম্পূরক কর আরোপিত হলে এবারের বাজেটে বর্তমান করের সঙ্গে ‘বাড়তি’ পাঁচ শতাংশ যোগ হবে। বাড়তি করহার কার্যকর হলে তখন মোবাইল সেবায় মোট করহার দাঁড়াবে প্রায় ২৭ শতাংশ। ফলে গ্রাহকের কথা বলার খরচ আরো বেড়ে যাবে।
একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে তা থেকে প্রায় ২৭ টাকা কর বাবদ আদায় করবে সরকার। যা এখন আছে ২২ টাকা। ফলে গ্রাহক যত বেশি কথা বলবে, তত বেশি কর পাবে সরকার।
বর্তমানে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ১৬ কোটি। বাজেটে প্রস্তাবিত সম্পূরক শুল্ক্ক হার কার্যকর হলে ১৬ কোটি গ্রাহকের ওপর বাড়তি করের বোঝা চাপবে বলে মনে করছেন অনেকেই। এতে বিশেষ করে স্বল্প আয়ের মানুষের যোগাযোগ বাবদ ব্যয় বাড়বে।
বিশ্লেষকরা বলছেন, গত এক দশকে বাংলাদেশে মোবাইল যোগাযোগের মাধ্যমে একটা বড় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন এসেছে। তৃণমূলের মানুষ প্রযুক্তি সুবিধা ব্যবহারে অনেকটা এগিয়েছে। এমন সময়ে এ ধরনের বাড়তি কর আরোপ জনজীবনের মান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে।