এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদেরকে মিষ্টি নিয়ে ছোটাছুটিতে সতর্ক থাকার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
৩১ মে রোববার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফলের বিস্তারিত ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো প্রকার সমাবেশ, আনন্দ-উৎসব নিষেধ করা হয়েছে। ভালো ফলাফলে আনন্দিত হওয়া স্বাভাবিক। কিন্তু চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
এর আগে সকাল দশটার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।