মিজোরামে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। ভারতের মিজোরামে সৃষ্ট এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির তথ্যমতে, বাংলাদেশ সময় ভোর ৪ টা ৪০ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের মিজোরাম রাজ্যের উত্তর ভানলাইফাই থেকে ১৮ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পটি মিজোরাম ছাড়াও বাংলাদেশ এবং মিয়ানমারেও অনভূত হয়েছে বলে দুই দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে খবর পাওয়া গেছে। এর আগে রবিবার বিকালে ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে মিজোরামের রাজধানী আইজলে। সেটাও বাংলাদেশে অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন