প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৪ লাখ ৪৬ হাজার ৯৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৮৩ হাজার ৯০ জন। এছাড়া এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৮হাজার ৬৫৩ জন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। এদিকে, করোনার ব্যাপক বিস্তৃতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ফেস মাস্ক উৎপাদনে নেমেছে জার্মান গাড়ি কোম্পানি বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির সিইও ওলিভার জিপসে বলেন, ‘‘করোনা থেকে কর্মীদের সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমরা ফেস মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছি’’।
তিনি বলেন, ‘‘আমরা ইতোমধ্যে নিজস্ব মজুদ থেকে সরকারকে এক লাখ মাস্ক সরবরাহ করেছি। ৫০ হাজার মাস্কের পাশাপাশি ১০ লাখ মেডিকেল গ্লাভস দিচ্ছি। আগামী দুই সপ্তাহে আরও ১০ লাখ মাস্ক দেব’’।
এ কর্মকর্তা আরো জানান, বিএমডব্লিউর গাড়ি উৎপাদন বর্তমানে স্থগিত রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। ফলে আমরা প্রতিদিন কয়েক লাখ ফেস মাস্ক উৎপাদন করতে পারব।