এএফসি অর্নুধ ১৯ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে নিজেদের আবারো প্রমাণ করলো বাংলাদেশের যুব ফুটবলাররা।ম্যাচের নব্বই মিনিটে ডি বক্সের কাছাকাছি জায়গা থেকে জাফল ইকবালের জোড়ালে শট গোলবারে লেগে ফেরত এলে ফিরতি শটে গোলটি করেন নয় নম্বর জার্সির মাহবুবুর রহমান সুফিল।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া ফুটবল খেলে বাংলাদেশের ছেলেরা মালদ্বীপকে পাত্তাই দেয়নি।নির্ধারিত সময়ের খেলায় খুব বেশি র্দুভাগ্যের কারণেই জাফর-বাদশাদের বাংলাদেশ বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।বার বার গোলমুখে আক্রমণ করেও নিশানা ভেদ করতে পারেনি দক্ষ ফিনিশারের অভাবে।
বিকেলে তাজিকিস্তানের দুশাম্বেতে নিজেদের দ্বীতিয় ও গুরুত্বর্পূণ ম্যাচে অন্তত এক ডজন গোল মিস করে বাংলাদেশ। অন্যদিকে নিজেদের রক্ষণ র্দুগ সামাল দিতেই ব্যস্ত দেখা গেছে মালদ্বীপের খেলোয়াড়দের।
এর আগে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক তাজিকিস্থানের সাথে গোলশূন্য ড্র করে বাংলাদেশ তাদের অভিযান শুরু করে। এক জয় আর এক ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট চার।এ জয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে চলে গেল।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ উজবেকিস্থানের সাথে।