ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট প্রাণ হারিয়েছেন। আজ (বুধবার) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে রাজ্যের কাঙ্গারা জেলার জাবালী এলাকার পাতা জাতিয়ান গ্রামে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরে ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী। বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টারের সাহায্যে পাইলটকে খোজে বের করার চেষ্টা চালানো হয়। কারণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে জানা যায় তিনি বেঁচে নেই।
সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-২১ গত শতাব্দীর ষাটের দশকে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হতো।
সুপারসনিক এ ফাইটার জেট আকাশ থেকে থেকে আকাশে ও মাটিতে হামলা চালাতে সক্ষম। এর আগেও ভারতে কয়েকটি মিগ-২১ জঙ্গিবিমান ভূপাতিত হয়েছে।#