বিএসএফ সেনা হত্যায় কোন হাত নেই পাকিস্তানের। অকারণে পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। বিদেশমন্ত্রীদের বৈঠক বাতিল করা নিয়ে ভারতের সিদ্ধান্তে তীব্র নিন্দা করে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতের সিদ্ধান্ত বদলের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া দেন তিনি। তার দাবি, বিএসএফ সেনা মারা গিয়েছিল ভারত দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে সিদ্ধান্ত জানানোর দু’দিন আগেই। কাজেই বৈককে যোগদান না করার কারণ হিসেবে এই ঘটনাকে দেখানোর কোনও অর্থই হয় না।
উল্টে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনীই বিএসএফ সেনার দেহ উদ্ধার করতে সহযোগিতা করেছিল বলে দাবি করেছেন ইমরান। অথচ ভারতীয় সংবাদ মাধ্যম পাকিস্তানকেই সেই সেনার হত্যাকারী বলে প্রচার করেছে। সব মিথ্যে রটনা বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
আর এই কারণ দেখিয়ে পাকিস্তান অকারণে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ হাতছাড়া করল বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী।