ভারতের বিভিন্ন স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজবাহী ট্রাককে বাংলাদেশে প্রবেশের জন্য সোমবার রাত পর্যন্ত কোন অনুমতি দেওয়া হয়নি। ফলে বিপুল পরিমাণ পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলে এক প্রতিবেদনে জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। এছাড়া পঁচনের ভয়ে পেঁয়াজ নিয়ে তাদের দেশের অভ্যন্তরে ফিরে গেছে অনেক ট্রাক।
সর্বশেষ রানাঘাট স্টেশনে আট দিন ধরে ১৬৫ র্যাক পেঁয়াজ নিয়ে যে ওয়াগনগুলো অপেক্ষা করেছিল, সোমবারও কোন সুরাহা না হওয়ায় রানাঘাট স্টেশন ছেড়ে গেছে।
পেঁয়াজবাহী এই র্যাকগুলো কোথায় যাবে বিষয়টি জানতে চাইলে রানাঘাট রেলওয়ের গুডস বিভাগের এক কর্মকর্তা বলেন, “নিয়ম অনুযায়ী এই পেঁয়াজবাহী র্যাকগুলো যেখান থেকে বুক হয়েছে সেখানেই পৌঁছে দেওয়া হবে।”
আরও জানান, এই র্যাকে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির পণ্য রয়েছে।
পেট্রাপোল আমদানি রপ্তানি সমিতির সম্পাদক কার্তিক চক্রবর্তী বাসসকে বলেন, “এই অবস্থায় ঘোজাডাঙ্গা, পেট্রাপোল , হিলিবন্দরসহ ৫টি বন্দর থেকেও বেশির ভাগ ট্রাক ফিরে গেছে। এই ট্রাকের ৩৫ থেকে ৪০ ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।”