তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসিফ শাহেদ সেই দেশের প্রকাশ্য স্থানগুলোতে মুখ ঢাকা নেকাব পরিধান নিষিদ্ধ করেছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে দেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
‘প্রকাশ্য স্থান, প্রশাসনসহ সকল প্রতিষ্ঠানে নিরাপত্তাপত্তাজনিত কারণে মুখ ঢাকা যে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়েছে মর্মে শাহেদ একটি সরকারি আদেশ স্বাক্ষর করেছেন’, শুক্রবারে রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র।
রাজধানী তিউনিসে গত ২৭ জুন একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা হামলাকারীদের একজন মুখ ঢাকা নেকাব পরে ছিলেন। পরে গ্রেফতার এড়াতে তিনি আত্মহত্যা করেন।
প্রায় এক দশকের নিষেধাজ্ঞার পর ২০১১ সালে দেশটিতে হিজাব এবং নেকাব পরার অনুমতি দেওয়া হয়েছিলো।
২০১৪ সালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে নেকাব পরা ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেয়।
মধ্যপ্রাচ্যে ইসলামিক এবং ধর্মনিরপেক্ষ দলগুলোর মধ্যে ক্ষমতার অংশীদারিত্ব রয়েছে এমন কয়েকটি দেশের মধ্যে তিউনিসিয়া অন্যতম।