প্রচ্ছদ শীর্ষ সংবাদ বিশ্বে করোনা আক্রান্তে বাংলাদেশ এখন ১৬তম

বিশ্বে করোনা আক্রান্তে বাংলাদেশ এখন ১৬তম

প্রতীকি ছবিটি ফোর্বস ম্যাগাজিন থেকে সংগৃহীত।

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় আরও একধাপ ওপরে উঠে বাংলাদেশের অবস্থান এখন ১৬তম।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, সকাল আটটা পর্যন্ত ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। গত মার্চের শুরুর দিকে সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে সরকারি হিসেবে দেশে করোনায় আক্রান্ত দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনে।

আর বুধবারের এই পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণের বৈশ্বিক তালিকায় কলম্বিয়াকে টপকে শীর্ষ ১৬তে চলে এসেছে বাংলাদেশ। প্রায় ২ হাজার কম আক্রান্ত নিয়ে সতেরোতম স্থানে গেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া।

বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায় ২ জুন। এরপর বেশ দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়েছে।

সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জন। এই সময়ে ১ হাজার ৮০৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২০৪ জন।

শেয়ার করুন