পাহাড়ি খাল থেকে অবৈধভাবে বালি তোলার মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন স্থানে বৃহষ্পতিবার সকালে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের হারগাজা ছড়ায় ড্রেজার ও শ্যালো মেশিন দিয়ে বালি তোলার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ হারগাজার ছড়া থেকে অবৈধভাবে বালি তুলে আসছিল চক্রটি। এতে করে ছড়ার দু’পাড় ভেঙ্গে যাচ্ছে এবং বিলে গর্ত করে বালি তোলার কারণে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকানাবিহীন বালি উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়। পরে মেশিনটি আগুনে পুড়িয়ে দেয়াসহ পাইপ গুলো নষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, বালি খেকোদের হাত থেকে পরিবেশ রক্ষার জন্য অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।