বান্দরবানের রোয়াংছড়িতে হেডম্যান ও কারবারি কল্যাণ পরিষদের (হেকাকপ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার রোয়াংছড়ি টাউন হলে এই সভায় সভাপতিত্ব করেন ৩৩৯ নম্বর বেক্ষ্যং মৌজা হেডম্যান ক্যশৈঅং মারমা।
জেলা কারবারি কল্যাণ ফোরামের সহ-সভাপতি আথুইমং মারমা ও হেডম্যান উনিহ্লা মারমার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা।
বিশেষ অতিথি ছিলেন, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, হেডম্যান সাশৈপ্রু মারমা,হেডম্যান মংক্যনু মারমা, হেডম্যান মংনু মারমা,হেডম্যান মেচিং মারমা, হেডম্যান চসিংপ্রু মারমা, ম্রক্ষ্যং মৌজা হেডম্যান বাথোয়াইমং মারমা।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন হেডম্যান ও কারবারি কল্যাণ পরিষদের সভাপতি ও বেতছড়া মৌজা হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক কারবারী তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন।